• Breaking News

    Thursday, February 4, 2016

    অরেঞ্জ প্লেইন কেক( চুলায় করা)

    উপকরণ

    ডিম একটি।
    ময়দা 1/2কাপ।
    বেকিং পাউডার।
    চিনি 4 টেবিল চামচ।
    দুধ এক চা চামচ।
    কমলার রস হাফ কাপ।
    কমলার কুচি সামান্য।
    তেল দুই টেবিল চামচ।
    লবন অল্প একটু ( না দিলে ও হবে)।

    প্রনালী

    ডিম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এতে চিনি দিয়ে চিনি গলে যাওয়া পর্যন্ত মিক্স করুন। আলাদা পাত্রে ময়দা, দুধ, বেকিং পাউডার দিয়ে চেলে ডিমের মিশ্রণে মেশান। কমলার রস ও কমলার কুচি দিন। তেল দুই টেবিল চামচ সহ মিক্স করে নিন ভালো করে।
    কেকের মোল্ডে তেল বা ঘি ব্রাশ করে নিন। চুলায় বালু গরম করুণ 10/15 মিনিট আগে। এখন গরম বালিতে মোল্ড বসিয়ে ভালো করে ঢেকে রাখুন যাতে গরম হিট বাইরে না যায়। 12/15 মিনিট পর চেক করুন হয়েছে কি না। এরপর আগুন নিভিয়ে গরম বালিতে কিছুক্ষণ রেখে নামিয়ে ডিমোল্ড করলেই হবে।

    No comments:

    Post a Comment