উপকরণঃ
- লাচ্ছা সেমাই ১ পেকেট।
- চিনি পরিমাণমতো।
- কাস্টার্ড পাউডার দুই চা চামচ।
- দুধ এক মগ।
- কিশমিশ ইচ্ছে...
- কালারফুল চকো ক্যান্ডি ভেঙে নেয়া ইচ্ছেমত।
কপিরাইট@কিচেন কুইন |
প্রনালীঃ
প্রথমে লাচছা সেমাই ভালো করে চিনি দিয়ে ভেজে নিন। অন্য পাত্রে কাস্টার্ড পাউডার গুলে কাস্টার্ড তৈরি করুন।
এখন একটা বাটি তে লাচ্ছা সেমাই একটা লেয়ার নিয়ে তাতে কাস্টার্ড, কিশমিশ,চকোলেট কেন্ডি দিন।
এভাবে দুই তিন লেয়ার বানিয়ে উপরে ইচ্ছেমত কিশমিশ, ক্রাশডক্ান্ডি, কাস্টার্ডের উপরে ছড়িয়ে সার্ভ করুন।
ভালো স্বাদের জন্য পরিবেশনে দেরি করবেন না। নয়তো সেমাই এর ক্রানচিনেস থাকবে না।
No comments:
Post a Comment