• Breaking News

    Tuesday, November 1, 2016

    কাঁচকলার খোসা ভর্তা


    উপকরণ :
    কলার খোসা আটটি
    পেয়াজবাটা এক টেবিল চামচ
    রসুনবাটা হাফ চা চামচ
    আদা বাটা দেড় চা চামচ
    জিরাবাটা আধা চা চামচ
    এলাচ ও লবঙ্গ দুইটি করে
    দারচিনি এক টুকরো
    কাচামরিচ বাটা এক চা চামচ
    তেজপাতা দুটি
    ঘি এক চামচ
    লবন পরিমাণমতো
    প্রনালী :
    কলার খোসা ধুয়ে সিদ্ধ করে নিন। এখন মিহি করে বেটে নিন। চুলায় ঘি ও অল্প তেল দিয়ে গরম মশলা গুলো দিয়ে সব বাটা মশলা দিন।  এখন বাটা কলার খোসা দিয়ে খুব ভালো করে ভুনতে হবে। পরিমাণমতো লবন দিন। ধনেপাতা কুচি ও ঘি ছড়িয়ে পরিবেশন করুন।

    No comments:

    Post a Comment